কর্ণফুলী উপজেলায় ভোট শুরুর আগে মো. মনির উদ্দিন তালুকদার নামে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মনির উদ্দিন উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন। তার মার্কা ছিল ফুটবল।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীণ আক্তার জানান, সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মনির উদ্দিন মারা গেছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। মনির উদ্দিন নির্বাচিত হলে ওই ওয়ার্ডে পরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।