১. সেকান্দার ভাই- যাকে আমরা সবাই লালু ভাই বলে ডাকতাম, বয়সে আমার থেকে সিনিয়র হলেও, ছোটবেলা থেকে আমাদের পরিচয়। আমার মনে আছে আমার বাবা মরহুম জনাব এ কে খান ঈদ-উল-ফিতরের সময় চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সমপ্রদায়ের সাথে সাক্ষাৎ করতেন। তাঁদের মধ্যে একজনকে আমার মনে আছে, তিনি হলেন মরহুম জনাব ইব্রাহিম মিঞা- ইব্রাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। তিনি হলেন লালু ভাইয়ের বাবা। প্রকৃতপক্ষে সেকান্দার ভাইয়ের দাদা আলহাজ্ব নজু মিয়াও রেঙ্গুনে আমার মাতামহ, এবিসি কোম্পানির মরহুম জনাব আবদুল বারী চৌধুরীর মাধ্যমে পরিচয় এবং যদি আমি মনে করি, সঠিকভাবে ব্রিটিশ ভারতে প্রথম শিপিং কোম্পানি চালু করেছিলেন -‘বেঙ্গল বার্মা স্টিম শিপিং কোম্পানি লিমিটেড’ – যা প্রকৃতপক্ষে ব্রিটিশ ভারত ও বার্মায় একটি অগ্রগামী শিপিং কোম্পানি ছিল যেখানে মরহুম নজু মিঞা এবং চট্টগ্রামের অন্যান্য ব্যবসায়ী পরিবারগুলি স্পনসর/শেয়ারহোল্ডার ছিল। এই কোম্পানি ব্রিটিশ পিও থেকে কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হয়েছিল। স্থাপিত হয় রেঙ্গুন এবং আকিয়াবের সাথে চট্টগ্রাম পোর্ট সিটির মধ্যে পরিষেবা প্রদানের লাইন। এভাবে লালু ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক ব্রিটিশ-ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সময়কাল থেকে ৩ প্রজন্মের মধ্যে অতিক্রম করে।
২. বছরের পর বছর ধরে, লালু ভাই এবং আমি আমাদের আলাদা পথে গিয়েছিলাম কিন্তু আমরা অনেক পরে আবার সংযোগ স্থাপন করতে শুরু করি। প্রথমবার ১৯৭৮ সালে, যখন তিনি করাচিতে ইসলামিক চেম্বার্স সম্মেলনের ২য় সম্মেলনে এফবিসিসিআই প্রতিনিধি দলের সদস্য ছিলেন, যেখানে ইসলামিক চেম্বারের সংবিধান গৃহীত হয়েছিল।
৩. প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন – আমার প্রয়াত বড় ভাই মরহুম জনাব এ.এম. জহিরউদ্দিন খান, যিনি এফবিসিসিআই সভাপতি হিসেবে ১৯৭৫ সালে ইস্তাম্বুলে ইসলামিক চেম্বার অব কমার্সের সংবিধান প্রণয়নের জন্য ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হন। আমি ১৯৭৬ সালে জেদ্দায় ইসলামিক চেম্বার অব কমার্সের খসড়া সংবিধান প্রণয়নে জহির ভাইকে সহায়তা করছিলাম।
৪. লালু ভাই পরে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হন। দ্বিধাহীন চিত্তে বলা যায়, তিনি চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনে অত্যন্ত উদ্যমী এবং কার্যকরী ছিলেন। তাঁর কার্যালয় ছিল চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের কার্যকলাপের কেন্দ্রবিন্দু এবং তিনি তাতে বেসরকারি খাতকে ফোকাসে নিয়ে আসেন।
৫. প্রশাসক হিসাবে যখন ছিলেন, সেই সময়ে আমি লালু ভাইয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম। কেননা ১৯৮৬ সালে আমি তুরস্কের অনারারি কনসাল জেনালের নিযুক্ত হয়েছি। তখন চট্টগ্রামে তুরস্ক প্রজাতন্ত্রের কনসাল জেনারেল কার্যক্রম উদ্বোধনে আসেন তৎকালীন তুর্কি রাষ্ট্রদূত হালিত। লালু ভাই চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশন অডিটোরিয়ামে তুর্কি রাষ্ট্রদূতের সম্মানে একটি জমকালো সংবর্ধনার আয়োজন করেছিলেন। তাঁকে নগরের রৌপ্য চাবি প্রদান করা হয়েছিল। সকল ওয়ার্ড কমিশনার ও চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠানে লালু ভাই স্বাগত বক্তব্য দেন।
৬. আমার রাষ্ট্রদূত লালু ভাইয়ের প্রদত্ত প্রসারিত উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়েছিলেন। তুরস্কের কনসাল জেনারেল হিসেবে আমিও খুব খুশি ছিলাম যে লালু ভাই ১৯৮৬ সালের জানুয়ারিতে তুরস্কের রাষ্ট্রদূতকে সম্মান জানাতে গিয়েছিলেন। প্রায় দশ বছর পরে ২৭ মার্চ ১৯৯৭ সালে আমাদের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে তুরস্কের রাষ্ট্রপতি সুলেমান ডেমিরেল-এর চট্টগ্রাম সফরকালে নিউ এয়ারপোর্ট এভিনিউকে “মোস্তফা কামাল আত্তাতুর্ক এভিনিউ” হিসাবে নামকরণ করা হয়। তুরস্ককে সম্মান জানাতে লালু ভাই যে উদ্যোগ নিয়েছেন, আমি বিশ্বাস করি একদিন চট্টগ্রাম বন্দর নগরীতে একটি তুর্কি এসইজেড (বিশেষ নিরাপত্তা অঞ্চল) স্থাপনের দিকে নিয়ে যাবে এবং তুরস্ক থেকে বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করে আমাদের অর্থনৈতিকভাবে আরও কাছাকাছি নিয়ে আসবে।
৭. লালু ভাই চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলেন এবং দায়িত্বে থাকাকালে তিনি কার্যকর ভূমিকা পালন করেছিলেন। লালু ভাই চিটাগং ক্লাব লিমিটেডেরও সভাপতি ছিলেন – এটি সমাজের সকল স্তরের কাছে তাঁর জনপ্রিয়তা প্রকাশ করে। তিনি ছিলেন প্রাণবন্ত, বুদ্ধিমান, কনিষ্ঠদের প্রতি সদয় এবং বড়দের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।
৮. চট্টগ্রামে আমাদের সকলের জন্য এটি একটি গভীর ধাক্কা ছিল- যখন আমরা তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে জানতে পেরেছিলাম। আমি তাঁর বাড়িতে যেতে পারতাম, যখন প্রত্যেক মানুষ তাঁর কাছে যেতে পারতো না, তখনও আমার জন্য তাঁর দরজা খোলা ছিল। তিনি কখনই তাঁর চেতনা এবং রসবোধ হারাননি। তাঁর মৃত্যু আমাদের সকলের জন্য একটি ধাক্কা ছিল, চট্টগ্রাম তার এক কৃতী সন্তানকে হারিয়েছে। মরহুম সেকান্দার হোসেন মিয়া- যাকে আমরা সবাই “লালু ভাই” নামে চিনি, তিনি এখনও আমার স্মৃতিতে বেঁচে আছেন এবং আমাদের মধ্যে বন্ধুত্ব এবং শুভ ইচ্ছা প্রজন্ম থেকে প্রজন্মে বৃদ্ধি পেতে পারে। আল্লাহ তার আত্মাকে জান্নাতুল ফেরদৌসে চিরশান্তি দান করুন।