নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ হারালেন জবি ছাত্রী

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন। নিহত সাবরিনা আক্তার মিতু (২২) বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। সোনাইমুড়ী উপজেলার পশ্চিম রামপুরার মোল্লাবাড়ির মর্তুজা ভুঁইয়ার মেয়ে তিনি। সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক সড়কে তিনি নিহত হন বলে চন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি জানান। খবর বিডিনিউজের।
তিনি বলেন, মিতু শনিবার (গতকাল) বেলা সাড়ে ১২টার দিকে বাবা-মায়ের সঙ্গে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার বাড়ি থেকে বের হন। তারা ঢাকায় যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি। মিতু পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন। বিশ্ববদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, তিনি মিতুর বাবার সঙ্গে কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নোয়াখালী যাবেন শিগগির।

পূর্ববর্তী নিবন্ধসেকান্দার হোসেন মিয়া আমাদের প্রিয় লালু ভাই
পরবর্তী নিবন্ধরঘুনন্দন চৌধুরীর আবির্ভাব উৎসব ১৯ ফেব্রুয়ারি শুরু