খালেদা জিয়াও মানবাধিকার থেকে বঞ্চিত : ফখরুল

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

খালেদা জিয়াও বর্তমানে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিকালে এক সেমিনারে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আপনারা জানেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-সার্বেভৌমত্বের প্রতীক তিনিও আজকে তার মানবাধিকার, ন্যূনতম যে অধিকার, তার চিকিৎসার অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। …আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না, তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে নির্বাসিত অবস্থায় রেখে দেওয়া হয়েছে।
গুম হওয়া পরিবারের সদস্যদের বেদনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আজকে এখানে আপনারা গুম হওয়া পরিবারের কথা শুনেছেন। গত আট বছর ধরে আমরা এ পরিবারগুলোর কান্না শুনেছি, আমরা শিশুদের কান্না শুনেছি। এখনও তাদের শিশুরা অপেক্ষা করে থাকে কখন তার বাবা ফিরে আসবে। এরকম একটা ভয়াবহ মর্মস্পর্শী পরিস্থিতির মধ্যে আমরা আছি। বাংলাদেশে যারা আছি আমাদের বার বার একথা বলার আর প্রয়োজন নেই যে, বাংলাদেশে কীভাবে মানবাধিকার লক্সঘন হচ্ছে।
গুলশানে হোটেল লেকসোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতার সূর্বণজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
হোটেলের বাইরে বিক্ষোভ : বিকাল ৩টা ৫০ মিনিটে শুরু হওয়া বিএনপির এ অনুষ্ঠানের প্রতিবাদ জানাতে লেকসোর হোটেলের সড়কের ফুটপাতে ‘১৯৭৭ সালের জিয়ার আমলে গুম ষড়যন্ত্রের শিকার ক্ষতিগ্রস্ত পরিবার’ ব্যানারে ক্ষমতাসীন দলের সমর্থিত অর্ধশতাধিক সদস্য বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জিয়াউর রহমানের আমলে মানবাধিকার লক্সঘনের নানা অভিযোগ তুলে ধরেন। যতক্ষণ সেমিনার চলে ততক্ষণ তারা ফুটপাতে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি চালায়।

পূর্ববর্তী নিবন্ধছুটির দিনে লোকে লোকারণ্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সুফল পাচ্ছে না চার লক্ষ যানবাহন