চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৩ নভেম্বর সন্ধ্যায় সুইমিংপুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান। তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। সকার বিভাগের মেম্বার ইনচার্জ এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকির স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিসিএল কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু,ইমতিয়াজ হাবীব রনি, রুমানা হায়াত, মহাবুবুল কবির খান শান্তুনু, আলী আহসান সেলিম, মো. আজিজুল হাকীম, মঞ্জুরুল আলম পারভেজ, সকার কনভেনার এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র এবং টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক হুমায়ুন কবির পাটোয়ারী ও আবুল মাসুদ চৌধুরী সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন।