খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে ‘গদিচ্যুত’ করার হুমকি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গতকাল শনিবার দলের গণঅনশন কর্মসূচিতে তিনি এই হুমকি দেন। খবর বিডিনিউজের।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া এখন বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে রয়েছেন। তাকে বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও সরকার বলেছে, আইনগতভাবে তার সুযোগ নেই।
ফখরুল বলেন, এই সরকারকে খুব পরিষ্কার ভাষায় আমরা এই গণঅনশন থেকে বলে দিতে চাই যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করুন। তা না হলে এবার যে আন্দোলন শুরু হলো, গণঅনশনের মধ্য দিয়ে সেই আন্দোলন আপনাকে গদিচ্যুত করবে।
খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে দাবিতে আগামী সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণাও করেন বিএনপি মহাসচিব।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ হবে জানিয়ে তিনি বলেন, সমাবেশে আমরা আবারও এই দাবি নিয়ে সামনে আসব। তারপর যদি না হয়, আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।