আমির ভাণ্ডারে ফাতেহা আজ

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আমির ভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার প্রতি মাসের ন্যায় আঞ্জুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় মাসিক ফাতেহা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে রয়েছে-খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে খাজে গাঁন, মিলাদ মাহফিল এবং আখেরী মোনাজাত। আখেরী মোনাজাত করবেন গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা শাহসুফি সৈয়দ মোহাম্মদ তৌহিদ শাহ আমির ভাণ্ডারী (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে তিন প্রজাতির ২১ সাপ উদ্ধার
পরবর্তী নিবন্ধকবি খালিদ আহসানের প্রদর্শনী ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন আজ