আর পরীক্ষা দেওয়া হলো না কামালের

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

রাউজানে মো. কাউসার বিন কামাল (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। কাউসার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কান্দিপাড়া গ্রামের মো. কামালের ছেলে ও ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। চলতি এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে একটি বিষয়ের পরীক্ষা দিয়েছে সে।
বিদ্যালয়ের শিক্ষক আ.স.ম রফিকুল ইসলাম রিজভী বলেন, শুনেছি ওই ছাত্র অসুস্থ ছিল, সকালে মারা গেছে। কি কারণে মারা গেছে সে ব্যাপারে কোন তথ্য জানতে পারিনি। জসিম উদ্দিন নামে আরেক শিক্ষক বলেন, করোনার কারণে স্কুল বন্ধ ছিল, সেসময় থেকে ওই শিক্ষার্থী অসুস্থ। তার মা বিদ্যালয়ে এসে প্রবেশপত্র নিয়ে যান। একটি পরীক্ষায় অংশগ্রহণ করে মারা গেছে।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, মানসিকভাবে ছেলেটি অসুস্থ ছিল। গত মঙ্গলবার চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিল। জানা যায় সেখানে তাকে একটি ইনজেকশন দেয়া হয়েছিল। বুধবার সকালে সে মারা যায়। এই প্রসঙ্গে জানাতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পরীক্ষার্থী মৃত্যুর বিষয়ে তিনি কিছু জানেন না।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ সার্কেলের ৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধসাক্ষী হাজির না হওয়ায় বিচার কার্যক্রম পিছিয়ে যাচ্ছে