সাক্ষী হাজির না হওয়ায় বিচার কার্যক্রম পিছিয়ে যাচ্ছে

বাঁশখালীর ১১ হত্যার ১৮ বছর

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

২০০৩ সালের ১৮ নভেম্বর দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে মারে বাঁশখালীর সাধনপুরে শীলপাড়ার ১১ জন নারী, পুরুষসহ ৪ দিনের নবজাতক কার্তিককে। দেখতে দেখতে পেরিয়ে গেল ১৮ বছর। যথাসময়ে সাক্ষী হাজির করতে না পারায় আলোচিত এ মামলাটি বার বার পিছিয়ে যাচ্ছে। গত ১৮ বছরে ৫৭ জন সাক্ষীর মধ্যে মাত্র ২২ জনের স্বাক্ষ্যগ্রহণ সম্ভব হলেও বাকিদের গ্রহণ করতে না পারায় কোনো ধরনের কুল কিনারা হচ্ছে না। চট্টগ্রামের তৃতীয় দায়রা ও জজ আদালতে চলমান এ মামলার পরবর্তী শুনানি তারিখ রয়েছে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি। হাইকোর্ট মামলাটির গুরুত্ব বিবেচনা করে ২০১৮ সালের ২৩ জুন এ মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য জজকোর্টকে নির্দেশ প্রদান করলে ও নানা কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি। স্বজনদের প্রশ্ন আর কতদিন সময় লাগবে ১১ হত্যার বিচার পাওয়া পেতে ?
১১ হত্যার মামলায় ৩৮ জন আসামির মধ্যে ২ জন জেলে, ১৯ জন পলাতক এবং বাকী ১৭ জন জামিনে রয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানা যায়। এই হত্যাকাণ্ডের ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে প্রথম দফা অভিযোগ গঠন করে আদালত। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বাদী বিমল শীল। ১১ হত্যার ১৮তম বার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে সাধনপুরের শীলপাড়ায় ঘটনাস্থলে আজ বৃহস্পতিবার নানা ধর্মীয় কার্যাদির আয়োজন করা হয়েছে বলে। বাদীর প্রশ্ন-বিচার কার্য শেষ দেখে যেতে পারব কিনা জানিনা। এ বিচার চাওয়ায় নিরাপদভাবে থাকতে পারব কিনা?

পূর্ববর্তী নিবন্ধআর পরীক্ষা দেওয়া হলো না কামালের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি এক মাসেও