চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ জন নগরীর ও ২ জন উপজেলার বাসিন্দা। এ সময় ১ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩১৪ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ২৬ জন, বাকি ২৮ হাজার ২৮৮ জন উপজেলার।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর বাসিন্দা এবং ৬০৫ জন উপজেলার বাসিন্দা।