৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য

| মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চার হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে এ তথ্য উপস্থাপন করা হয়। খবর বিডিনিউজের। চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে দুই লাখ ৯৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৯৩ হাজার ৩৫৮ জন ছাত্র এবং এক লাখ চার হাজার ৫৯৯ জন ছাত্রী। মোট শিক্ষক রয়েছেন ১৫ হাজার ২৯৩ জন। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চার হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে।
এদিকে, প্রাথমিক স্তরে যে শিক্ষকদের চাকরি সংক্রান্ত কোন সমস্যা বা জটিলতা নেই, তাদের পেনশন ‘যথাসময়ে’ মঞ্জুর করা হচ্ছে বলে সংসদে তথ্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, ওই শিক্ষকদের অবসর ভাতা মঞ্জুরের পর ইএফটির মাধ্যমে তা বিতরণ করা হচ্ছে। নতুন জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষকের চাকরি এবং বেতন-ভাতা নির্ধারণজনিত সমস্যার কারণে তারা অতিরিক্ত গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমাদান/ফেরত দিয়ে তাদের পেনশন নিচ্ছেন না।

পূর্ববর্তী নিবন্ধচেক প্রতারণা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৬, মৃত্যু একজনের