পূজামণ্ডপ ও মন্দিরে সামপ্রদায়িক হামলার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার নগরীর চেরাগী চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, এ যাবত যত ঘটনা ঘটেছে তার শ্বেতপত্র প্রকাশ করে প্রকৃত দোষীদের বিচার করতে হবে। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মনসুর মাসুদ। আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী, প্রবীণ শ্রমিক নেতা আবদুল খালেক, যুব মৈত্রী চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন মিয়া এবং ছাত্র মৈত্রীর জেলা কমিটির আহ্বায়ক আলাউদ্দিন। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মোক্তার আহমেদ, জেলা কমিটির সদস্য শামসুল আলম, সুপায়ন বড়ুয়া, আবু সৈয়দ বলাই, অধ্যাপক শিবু কান্তি দাশ প্রমুখ।
সমাবেশ থেকে সংবিধানে প্রদত্ত ধর্ম চর্চার অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সামপ্রদায়িক সহিংসতা বন্ধ করা, সামপ্রদায়িক হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করা এবং এ যাবত সংঘটিত সকল সামপ্রদায়িক হামলার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।