সীতাকুণ্ডে ১৪২ শিক্ষা প্রতিষ্ঠানে প্রগতির দশ হাজার বৃক্ষরোপণ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মুজিব জন্মশতবার্ষিকীকে ঘিরে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় ও বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোপা, প্রগতির প্রশাসন বিভাগীয় প্রধান আবদুল খালেক, প্রগতির কারখানা প্রধান প্রকৌশলী পুষ্পেশ্বর সিংহ রায়, প্রকৌশলী সৈয়দ হেলাল উদ্দিন, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিজয় দেব প্রমুখ।
প্রগতির প্রশাসন বিভাগীয় প্রধান আবদুল খালেক জানান, মুজিববর্ষকে ঘিরে কারখানার উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার ৩৩টি উচ্চ বিদ্যালয়, ৯৮টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসায় প্রায় দশ হাজার চারা রোপণ করা হবে। প্রগতির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আক্তার হোসেনের নির্দেশনা অনুযায়ী তিনি এ বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন।

পূর্ববর্তী নিবন্ধআজিজুল হক চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসকল নাগরিকের ধর্ম চর্চার অধিকার নিশ্চিত করতে হবে