চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা নগরীর বাসিন্দা। এসময় ১ হাজার ১১৫ টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ২৩৪ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৯৭৪ জন, বাকি ২৮ হাজার ২৬০ জন উপজেলার বাসিন্দা। এদিকে চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় একজনেরও মৃত্যু হয়নি করোনায়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর বাসিন্দা এবং ৬০৪ জন উপজেলার বাসিন্দা।