প্রবাসীর স্ত্রী অপহরণের অভিযোগে আদালতে মামলা

পিবিআইকে তদন্তের নির্দেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

দশ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকাসহ বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীকে অপহরণের ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ একটি মামলা হয়েছে। আদালত পিবিআইকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় নিশান বড়ুয়া নামের একজনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। রাউজানের গুজরা এলাকার বাসিন্দা শ্বশুর সুদত্ত বড়ুয়া বাদী হয়ে উক্ত মামলাটি করেন। বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিশান বড়ুয়া একই উপজেলার বাগোয়ান বড়ুয়া পাড়ার বটন বড়ুয়ার ছেলে। মামলার বাদী সুদত্ত বড়ুয়া গুজরা সুদর্শন মাস্টার বাড়ির বাসিন্দা।
মামলায় তিনি উল্লেখ করেন, তার একমাত্র ছেলে রানা বড়ুয়ার সাথে ২০১৯ সালের ২৪ মে ঐশী বড়ুয়ার বিয়ে হয়। এর কিছুদিন পর রানা বড়ুয়া আমিরাতে চলে যায়। সবকিছু ঠিকভাবেই চলছিল। কিন্তু গত ১৩ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে নিশান বড়ুয়াসহ অজ্ঞাতনামা কয়েকজন ঐশী বড়ুয়াকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এসময় বাড়িতে থাকা নগদ ১ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত ৫
পরবর্তী নিবন্ধআরও ৩ কর্মচারীকে জিম্মায় নিল সিআইডি