সীতাকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাঁশবাড়িয়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর ও বিদ্রোহী প্রার্থী আরিফুল আলম চৌধুরী রাজুকে সতর্ক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বাঁশবাড়িয়ায় কয়েকটি এলাকায় অভিযান চালান। এ সময় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার কাজে নিয়োজিত টেক্সি ও দেয়ালে প্রার্থীর পোস্টার লাগানো অবস্থায় পাওয়া যায়। এ সময় নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় প্রার্থীকে ফোনে মৌখিকভাবে সতর্ক করে দেন।