চমেক হাসপাতালের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। হাসপাতালের নিচতলার ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেট থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে নবজাতকটি উদ্ধার করেন হাসপাতালের এক নার্স। বাচ্চাটির কোন পরিচয় পাওয়া যায়নি। তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. জগদিস চন্দ্র দাশ দৈনিক আজাদীকে বলেন, বাচ্চাটির শ্বাসকষ্ট রয়েছে। তাকে ৬/৭ লিটার করে অক্সিজেন দেয়া হচ্ছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির টয়লেট থেকে নবজাতক উদ্ধারের কথা স্বীকার করে বলেন, আমরা বাচ্চাটির কোন পরিচয় পাইনি। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর পোস্টার অপসারণ