রাঙামাটিতে কলেজ ছাত্রী পূর্ণিমা চাকমার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে তার হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পূর্ণিমা চাকমার পরিবার ও সহপাঠী শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ণিমা চাকমার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে জড়িতরা পার পাওয়ার চেষ্টা করছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পূর্ণিমা চাকমার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে রাঙামাটি সরকারী মহিলা কলেজের ছাত্রী পূর্ণিমা চাকমার রহস্যজনক মৃত্যু হয়। রাঙামাটি দুর্গম জুরাছড়ির দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকার সাধন চাকমার মেয়ে পূর্ণিমা চাকমা উচ্চ শিক্ষা লাভের আশায় রাঙামাটি শহরে বাসা ভাড়া করে কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। শুক্রবার দুপুরে পূর্ণিমাকে চেতনাহীন অবস্থায় রাঙামাটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











