টেকনাফে বিদেশী হুইস্কিসহ দুইজন আটক

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

টেকনাফে দক্ষিণ বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশী হুইস্কিসহ দুজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫ সদস্যরা। গতকাল সোমবার টেকনাফ – কঙবাজার মহাসড়কের দক্ষিণ বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে তাদের আটক করে। কঙবাজার র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (অতি. পুলিশ সুপার) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে কতিপয় মাদক কারবারী টেকনাফ সদর ইউনিয়ন এলাকায় টেকনাফ – কঙবাজার মহাসড়কের দক্ষিণ বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেটের সামনে রাস্তার উপর মাদকদ্রব্য বিদেশী মদ
( হুইস্কি ) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার র‌্যাব -১৫ এর একটি দল সকালে উক্ত স্থানে পৌছলে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলীর দীন মোহাম্মদের ছেলে মো. রফিকুল ইসলাম ( ২২ ) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়ার নুর হোসেনের ছেলে তোফায়েল উদ্দিন বাপ্পি ( ১৯ )।
এ সময় আসামিদের হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ৪৮ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য হুইস্কি , ইয়াবা কঙবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রির কাজে লিপ্ত বলে অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকলেজ ছাত্রী পূর্ণিমা চাকমার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি সহপাঠীদের
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফে আবু হানিফা ও ইমাম বুখারী (রা.) শীর্ষক সেমিনার