কৃষকের ঘরে নবান্নের আনন্দ

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

প্রকৃতিতে ঋতু বদলের হাওয়া বইতে শুরু করেছে। আনোয়ারায় আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকের ঘরে ঘরে শুরু হবে নবান্নের পিঠা -পুলির উৎসব।
নতুন ধানের গন্ধে মৌসুমের শুরুতে গ্রামবাংলার প্রকৃতিও পাল্টে যেতে শুরু করেছে। চলতি মৌসুমে উপজেলায় ৭হাজার ৪৮৫ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। তার মধ্যে ২১হাজার ৯৭০ মে. টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
আনোয়ারা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলার ১১ ইউনিয়নে আমন ধানের চাষ করা হয়েছে। তারমধ্যে বরুমচড়া,বারখাইন,হাইলধর, জুইঁদন্ডী, বটতলী, রায়পুর ইউনিয়নে আমনের ফলন ভাল হয়েছে। কৃষকের ঘরে ঘরে নবান্নের উৎসব আমেজ শুরু হয়েছে।
শোলকাটা গ্রামের কৃষক মো. মহিউদ্দীন বলেন, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এ বারের আমন মৌসুমে সে ৪ একর জমিতে সাহেব চিকন,বিন্নি,কালো জিরা,হাইব্রিড এরাইজ – ৭০০৬,ধানী গোল্ড- এসিআই, ধানের আমন চাষ করেছেন। এ মৌসুমে ধানের ফলনও বেশ ভাল হয়েছে। ইঁদুরের উপদ্রব না হলে আমন ধানের ফলন ঘরে তুলতে কোন সমস্যা হবে না। কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.সরওয়ার আলম বলেন,চলতি আমন মৌসুমে উপজেলার ১১ ইউনিয়নে হাইব্রিড এরাইজ ৭০০৬,ধানী গোল্ড এসিআই,বিআর ১০, ১১, ২২, ২৩, বিধান ৩২, ৩৩, ৩৯, ৪৪, ৪৬, ৪৯, ৫১, ৫২, ৬২, ৭১, ৭২, ৭৫, ৭৬, ৭৮, ৮০, ৮৭, ৮৮ বিনাধান ১১, ১৬, ১৭, ২০, ২২, ২৩ রাই চিকন, সাহেব চিকন,লাল মতি,বিন্নি,কালো জিরা, ও কুমড়া বৈলাম ধানের চাষ করা হয়েছে। ধানের ফলনও বেশ ভাল হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামে ধান কাটা শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুমাইয়া সুন্নিয়া মাদ্ররাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধকলেজ ছাত্রী পূর্ণিমা চাকমার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি সহপাঠীদের