টাকা মানেই মূল্যবান বস্তু। কিন্তু এখন ডলারের কাছে টাকাই হার মানতেছে। পৃথিবীর নানা দেশের মুদ্রার বিপরীতে ডলার দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে বিপরীতি প্রবণতা সেখানে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাচ্ছে। চলতি বছরের শুরুতে যেখানে ৮০ টাকায় ১ ডলার কেনা যেত, সেখানে বর্তমানে শেষে এসে ৯০ টাকায় ১ ডলার কিনতে হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতির উপর এক ধরনের চাপ তৈরী হয়েছে। বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে না পারলে এবং একই সাথে আমদানী ব্যয় কমাতে না পারলে ডলারের দামের ঊর্ধমুখী প্রবণতা ঠেকানো বেশ কঠিন হবে।এদিকে গত ৫ আগষ্ট থেকে ডলারের দাম বাড়ছে। বর্তমানে ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৮৮ টাকার কাছাকাছি দরে। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক বুধবার ৮৭ টাকা ২০ পয়সা দরে ডলার বিক্রি করেছে। অগ্রণী ব্যাংক বিক্রি করেছে ৮৭ টাকা ৪০ পয়সায়। ব্যাংকের বাইরে কার্ব মার্কেট বা খোলা বাজারে প্রতি ডলার ৮৯ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।এটা থেকে বুঝা যায়, গত দেড় মাসের ব্যবধানে প্রতি ডলারের বিপরীতে ৬৭ পয়সা বা দশমিক ৮০ শতাংশ দর হারিয়েছে বাংলাদেশের মুদ্রা টাকা। এক তথ্য মতে, বাংলাদেশে রফতানির তুলনায় আমদানি বেশি হচ্ছে। আবার প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের বড় অংশই আমদানি নির্ভর। তাই টাকার মূল্যমান কমতেছে।
মাজহারুল ইসলাম শামীম,
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।