আইসিইউতে সংকটাপন্ন আহত মাহাদি আকিব

মাথায় অস্ত্রোপচার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ

শুক্রবার রাতে ছাত্রাবাসে সংঘটিত ঘটনার জের ধরে শনিবার সকালে মারধরের শিকার হন চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। সাদ মোহাম্মদ গালিব ও আহসানুল কবিরসহ সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা তাকে মারধর করে বলে অভিযোগ। পাঁচলাইশ থানায় দেয়া লিখিত এজাহার অনুযায়ী- সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের মূল গেট সংলগ্ন এলাকায় আকিবের উপর হামলা হয়। এসময় তার মাথায় ছুরিকাঘাত ও লোহার রড-হকস্টিক দিয়ে শরীরে বিভিন্ন অংশে আঘাত করা হয়। গুরুতর আহত আকিবকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় আকিবের মাথায় অস্ত্রোপচার (অপারেশন) করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর আকিব বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন বলে দাবি করেছেন নওফেল অনুসারী ছাত্রলীগের কর্মীরা। শনিবার বিকেল ৪টার দিকে তার অস্ত্রোপচার শেষ হয় জানিয়ে চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. রঞ্জন কুমার নাথ আজাদীকে বলেন, আকিব বর্তমানে আইসিইউর ৩ নম্বর শয্যায় চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক বলা যায়। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধজনভোগান্তি এখনো কমেনি
পরবর্তী নিবন্ধছাত্রলীগের সংঘাতে বন্ধ চমেক