আসুন মানুষের মতো মানুষ হই

নুসরাত সুলতানা | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

নিজেকে সেরা মনে করন, সেটা ভালো। তাতে কারো কোনো অসুবিধা নেই, কিন্তু তাই বলে অন্যজনকে একেবারেই গুণহীন ভাববেন তা তো ঠিক না। এই বিশাল বড়ো পৃথিবীতে কোটি কোটি মানুষ, স্রষ্টার সৃষ্টি সেরা জীব। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো প্রতিভা থাকে। প্রত্যেকেই কিছু না কিছু করে। এই নশ্বর পৃথিবীতে পেশার কোনো শেষ নেই, অগণিত পেশায় জড়িয়ে আছে কোটি কোটি মানুষ। প্রত্যেকের কাছে তার নিজের পেশাই সেরা এবং সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় কোনো একটি কাজও কম জরুরি নয়। একটা হাসপাতালে বড় ডাক্তারের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তেমনি ঐ হাসপাতালে একজন ক্লিনারের অবদানও কম নয়।
একজন শিক্ষিত কর্মজীবী নারী যেমন তার নিজের কাজের জন্যে গৌরবান্বিত হন, তেমনি একজন শিক্ষিত গৃহিণীও কোনো অংশে কম নয়। কর্পোরেটে জব করলেও আপনার ঘরের গৃহস্থালি কাজের পুরো দায়িত্ব কিন্তু ঘরের কাজে সাহায্যকারী কারো উপরেই ন্যাস্ত থাকে। ঘরের কাজে সে সাহায্য করছে বলেই আপনি নিশ্চিন্তে অফিসের কাজ সামলাচ্ছেন। কৃষক দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করছেন বলেই আমরা টেবিল ভর্তি খাবার পাই। মা-বাবা তিলে তিলে সর্বোচ্চ ভালোবাসা আর এফোর্ট দিয়ে সন্তানদের বড় করেন, সন্তানেরা বড় হতে হতে যখন মা-বাবাকে অনেক পেছনে ছাড়িয়ে শিখরের দিকে উঠতে থাকে তখন মা বাবার চেয়ে বেশি খুশি আর কেউই হয় না। পিতা মাতার চেয়ে হাজার গুণে বেশী শিক্ষিত হয়েও সন্তান যখন মা-বাবাকে শ্রদ্ধা, সম্মানের সাথে ভালোবেসে মা-বাবার প্রয়োজন পূরণ করতে পারে তখন বুঝতে হবে এরাই আসল শিক্ষিত, সুশিক্ষিত। এরাই আসল মানুষ। তাই আসুন সবাই মানুষের মতো মানুষ হই, অন্যজনকে, অন্য পেশাকে সম্মান করি।

পূর্ববর্তী নিবন্ধবাঁচার মতো বাঁচতে চাই
পরবর্তী নিবন্ধএসডিজি অর্জনে পর্যটন উন্নয়ন সরকারের লক্ষ্য