বাঁচার মতো বাঁচতে চাই

মেহেরুন নেসা রশিদ | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নিখাদ দূষণ মুক্ত নির্মল বায়ু চাই, প্রকৃতি বান্ধব শতবর্ষী বৃক্ষের ছায়া চাই। আগামী প্রজন্মের জন্য সতেজ পরিবেশ চাই, ওদের বেড়ে উঠার বৈরী পরিবেশের অবসান চাই। সজিব সতেজ ফুসফুসের প্রাণশক্তি চাই, নীল আকাশের নিচে উন্মুক্ত খোলা মাঠ চাই। পরিবেশ দূষণ করে প্রকৃতির বিরুদ্ধে লড়াই চাই না, জীবনের প্রয়োজনে সুস্থ থাকার লক্ষ্যে শতবর্ষি বৃক্ষ নিধন চাই না। প্রতিনিয়ত দুষিত বায়ু প্রতিবন্ধকতার সৃষ্টি করে, অনাচার অবিচারে আগামী প্রজন্ম শুধুই ঝরে।
মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে পৃথিবীর বায়ু দূষিত, না হয় যেনো,পরিবেশ বিপর্যয়ের নগরী হিসেবে কথিত। বায়ু দূষণ, শব্দ দূষণ চাই না আর বাড়াতে, আমরা নিয়ম শৃঙ্খলা বেঁচে থেকে, চাই অনিয়ম তাড়াতে। রোগ জীবাণু করোনা প্রতিরোধে মাস্ক পরা চাই, আমরা সুস্থতায়, সুস্থ পরিবেশে বাঁচার মতো বাঁচতে চাই।

পূর্ববর্তী নিবন্ধজরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজের সৃষ্ট সমস্যা সমাধানে উদ্যোগ চাই
পরবর্তী নিবন্ধআসুন মানুষের মতো মানুষ হই