বাগেরহাটে ১৮টি হরিণের চামড়াসহ দুইজনকে আটক করেছে র্যাব। র্যাব ৬-’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। খবর বিডিনিউজের। আটকরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবনিয়া এলাকার মো. আব্দুল হাকিম (৫০) ও বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলার আলী মিয়া হাওলাদারের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫)। র্যাব কর্মকর্তা মোসতাক আহমদ গতকাল শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, পরস্পর যোগশাজসে সুন্দরবন থেকে চামড়াসহ হরিণের মাংস সংগ্রহ করে বেশি মুনাফার লোভে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক দুইজন। তাদের কাছ থেকে ১৮টি হরিণের চামড়া, দুটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা জব্দ করা হয় জানিয়ে তিনি বলেন, তাদের বাগেরহাট সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।












