প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে রোবোটিক্স প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৩৫ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী রোবোটিক্স প্রশিক্ষণ কর্মশালা। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ৩০ জন মেধাবী শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে। তারা রোবোটিক্স নিয়ে প্রশিক্ষণ নেবে। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে স্কুলে ল্যাব স্থাপন করা হয়েছে যা চট্টগ্রামের কোন স্কুলে প্রথমবারের মত রোবটিক্স ল্যাব। রিচার্স ল্যাব চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক জাহেদ হোসাইন নোবেল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে তারমধ্যে অন্যতম হচ্ছে রোবোটিক্স। দক্ষ জনবল তৈরি করার এবং ইন্ডাস্ট্রিতে দক্ষ জনবল দেয়ার জন্য আমাদের দেশে রোবোটিক্স শেখা বাধ্যতামূলক হবে। উন্নত দেশের অনেক ইন্ডাস্ট্রি রোবটের আওতায় চলে এসেছে। আগামীতে ইন্ডাস্ট্রিগুলো হবে রোবট নির্ভর। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল (মিডল স্কুল) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমি স্বপ্ন দেখি আমাদের শিক্ষার্থীরা একদিন বিশ্বের রোবট নির্ভর প্রতিষ্ঠানগুলোতে মেধার পরিচয় দিয়ে সাফল্যময় অবদান রাখবে। সাংবাদিক ইমরান বিন সবুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগেরহাটে ১৮টি হরিণের চামড়াসহ আটক ২
পরবর্তী নিবন্ধমির্জাপুরে প্রবারণা ও কঠিন চীবর দানের প্রস্তুতি সভা