মুজিব বর্ষের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে রাউজান উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার এই কার্যক্রম উদ্বোধন করেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেবা প্রদান করেন দেশের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাদের মধ্যে ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বাসনা মুহুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোক্তার হোসেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শহীদুল্লাহ, গাইনিরোগ বিশেষজ্ঞ ডা. হাসিনা বেগম, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম দীন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান পৌরসভার কাউন্সিলর এড. সমির দাশ গুপ্ত, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।