হাটহাজারী বাসস্টেশনে ফ্লাইওভার নির্মাণের দাবি

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-নাজিরহাট, চট্টগ্রাম-রাউজান মহাসড়কের হাটহাজারী বাস স্টেশন এলাকায় যানযট নিত্য ব্যাপার। এতে এই মহাসড়কে চলাচলকারী যাত্রীদের প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ফলে এই স্থানে ফ্লাইওভার নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকোশলী আবদুর সবুর ও সওজের সিনিয়র কর্মকর্তারা হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়ক পরিদর্শনে যান। তারা হাটহাজারী বাস স্ট্যান্ড চত্বরে এসে পৌঁছলে সাক্ষাৎ করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম চৌধুরী মঞ্জুসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা হাটহাজারী বাস স্ট্যান্ড ও বাজার কলেজ গেট যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণে যৌক্তিকতা তুলে ধরেন।
এসময় কর্মকর্তাদের হাতে গণস্বাক্ষরের আবেদন জমা দেয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকোশলী আবদুর সবুর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধরাউজান উপজেলা প্রশাসনের ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ