হে ঈমানদারগণ! ওই কাফিরদের মতো হয়োনা, যারা তাদের ভাইদের সম্পর্কে বলেছে, যখন তাহারা সফরে কিংবা জিহাদে গেছে, (তারা) যদি তোমাদের নিকট থাকতো তবে তারা মারা যেতো এবং না নিহত হতো’।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৫৬) সূরা আ-ল-ই ‘ইমরান’।
সুরা ফাতেহাতে প্রত্যেক রোগের নিরাময় আছে।
– আল-হাদিস (বায়হাকী)।
অভিজ্ঞতাকে সঞ্চয় করে অনেক মহৎ কাজ করা যায়।
– জোসেফ রউফ।