চমেকের ৫ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু দায় কার?

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:২০ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক অজ্ঞাত যুবকের ৫ তলা থেকে লাফিয়ে পড়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। তবে হাসপাতালের বেডে চিকিৎসাধীন রোগী কিভাবে ৫ তলা থেকে লাফ দিয়েছেন? এতে সংশ্লিষ্ট কারো গাফিলতি ছিল কিনা এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে সোমবার রাতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের মুঠোফোনে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে পাঁচলাইশ থানার এসআই ইমাম হোসেন দৈনিক আজাদীকে বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন জাহাঙ্গীর নামের এক অ্যাম্বুলেন্স চালক। অ্যাম্বুলেন্স চালকের উদ্বৃত করে পুলিশ কর্মকর্তা ইমাম হোসেন বলেন, রাতে রাস্তায় কোন গাড়ি ধাক্কায় আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী যুবক রাস্তায় কাতরাচ্ছিলেন। এ সময় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকে তাকে চমেকে রেফার করা হয়।
এসআই ইমাম বলেন, হাসপাতালে আনার পর ওই ব্যক্তিকে ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার দুপুর দুইটায় ডাক্তার রাউন্ডে গেলে সংশ্লিষ্ট বেডে না দেখে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে হাসপাতালের নিচে তৃতীয় শ্রেণির স্টাফ কোয়ার্টার কেন্টিনের পাশের ড্রেনে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়। দুপুর ২টা ২০ মিনিটে তাকে পুনরায় ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হলে বিকেল সোয়া তিনটার দিকে তার মৃত্যু হয়। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদ শেষে পৌরসভার দায়িত্ব ছাড়তে হবে বসবে প্রশাসক
পরবর্তী নিবন্ধদেশে দিনে শনাক্তের হার আবার ৩ শতাংশের উপরে