ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ওয়ার্কপ্লেসসহ ফেসবুকের সেবাগুলো বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের কবলে পড়েছে। বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত সাড়ে ৯টার পর থেকে এ সমস্যা হচ্ছে জানিয়ে ব্যবহারকারীরা বলছেন, ফেসবুক পেইজেই তারা ঢুকতে পারছেন না। ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলে ডব ধৎব যধারহম ঃৎড়ঁনষব ভরহফরহম ঃযধঃ ংরঃব বার্তা দেখাচ্ছে একাধিক ব্রাউজার। একই মেসেজ মিলছে ইন্সটাগ্রামের ডেস্কটপ সংস্করণেও। খবর বিডিনিউজের। বাংলাদেশের একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, ইনস্টাগ্রাম অ্যাপটি চললেও নতুন কোনো পোস্ট বা কন্টেন্ট লোড হচ্ছে না। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠানো যাচ্ছে না। কাজ করছে না ফেসবুকের অকুলাস প্ল্যাটফর্ম।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, কুয়েত, ভারত ও ফিলিপিন্সের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যায় পড়ছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ব্যবহারকারীরা ফেসবুকের সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ার কথা টুইটারেও প্রকাশ করছেন। ইন্টারনেট ট্র্যাকার সাইট ডাউন ডিটেক্টরে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত সোয়া এক লাখের বেশি রিপোর্ট করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ বলছে, ফেসবুক সম্ভবত ডোমেইন নেইম সিস্টেম বা ডিএনএস নিয়ে কোনো জটিলতায় পড়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একই ধরনের গোলোযোগের শিকার হয়েছিল বাণিজ্যিক যোগাযোগের প্ল্যাটফর্ম স্ল্যাক।