আগামীকাল ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। মালদ্বীপের এই প্রতিযোগিতায় জামাল ভূঁইয়াদের দেখা যাবে ‘নতুন রূপে’। জার্সি কনটেস্ট থেকে বাছাই করা দুটি নতুন ডিজাইনের জার্সিতে দেখা যাবে জামাল-সুফিলদের। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্যই এই জার্সি কনটেস্ট আয়োজন করা হয়েছিল। তাতে নারায়ণগঞ্জের সুব্রত দাশের ডিজাইন করা সবুজ জার্সি হোম ম্যাচের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া সিলেটের স্বপন আহমেদের ডিজাইন করা লাল জার্সি অ্যাওয়ে ম্যাচের জন্য বাছাই করা হয়েছে। এই দুটি ডিজাইনকৃত জার্সি পরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালদ্বীপে খেলবে। নতুন জার্সিতে নানানভাবে ফুটিয়ে তোলা হয়েছে লাল-সবুজের চেনা দৃশ্য। এরইমধ্যে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও ডিফেন্ডার তপু বর্মণ নতুন জার্সি পরে ট্রায়ালও দিয়েছেন।