রাজনৈতিক প্রতিপক্ষরাই শেখ হাসিনার অর্জন অস্বীকার করেন : মেয়র

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চসিকের নানা কর্মসূচি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে, বেলা ১২ টায় টাইগারপাসস্থ চসিক মিলনায়তনে ‘প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন’ নিয়ে আলোচনা সভা। এতে বক্তব্য রাখবেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। জুম এ্যাপের মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর এবং চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ আলোচনা সভায় যুক্ত হবেন। আলোচনা সভার পর চসিক মিলনায়তনে খতমে কোরআন, দোয়া, মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার চান্দগাঁও এনএমসি স্কুল মিলনায়তনে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি প্রধানমন্ত্রীর নানা অর্জন তুলে ধরে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা কখনো প্রধানমন্ত্রীর অর্জন স্বীকার করেন না। এটা দুঃখজনক। যারা প্রধানমন্ত্রীর অর্জন অস্বীকার করে তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত ও স্বাধীনতা বিরোধী অপশক্তি বলেও মন্তব্য করেন তিনি। মেয়র বলেন, আমাদের দেশকে একসময় তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করা হতো। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সেই দুর্নাম দূর হয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব মাঝে উন্নয়নের যাত্রায় অভিযাত্রী। এসডিজি উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী স্বীকৃতি পেয়েছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের করোনা মোকাবেলা ও দেশের উন্নয়নে অগ্রযাত্রার পথিকৃত হিসেবে বিশ্ব দরবারে রোল মডেলের স্বীকৃতি পেয়েছেন। যা আমাদের জন্য বড় অর্জন। তাই জন্মদিনে প্রধানমন্ত্রীর সুস্থতা ও র্দীঘায়ু কামনা করে প্রত্যেক দেশপ্রেমিকের প্রার্থনা করা উচিত।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এসরারুল হক ও আশরাফুল আলম। বক্তব্য রাখেন এনএমসি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম সিদ্দিকী।

পূর্ববর্তী নিবন্ধভোট হবে ইভিএমে কর্মকর্তা ২৮৭ জন আজাদী প্রতিবেদন
পরবর্তী নিবন্ধখেলাপিদের দখলে কয়েক হাজার একর জায়গা