লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির বোর্ড ও ক্লাব সভা নগরীর এম এম আলী রোডের একটি রেস্টুরেন্টে রবিবার অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং লায়ন বিদেশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন রফিক আহমেদ। বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন হারুন ইউসুফ, লায়ন এমদাদ হোসাইন, লায়ন হুমায়ুন কবির, লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ, লায়ন মহসিন আলী মহসিন, লায়ন এস এম মোরশেদ হোসাইন, লায়ন ডা. রেজাউল ইসলাম, লায়ন মো. নাসির উদ্দীন, লায়ন এস এম কুতুবউদ্দিন, লায়ন মার্টিন গোমেজ, লায়ন নাসরিন আরা ফেরদৌস, লায়ন এইচ আর মাহবুব প্রমুখ। উপস্থিত ছিলেন লায়ন স্থপতি রিদওয়ানুল হক, লায়ন তানভির ইসলাম চৌধুরী, লায়ন কায়সার চৌধুরী, লায়ন সাফায়েত হাসান চৌধুরী, লায়ন হোসাইন তৌসিফ আহমেদ, লায়ন আদনান পাশা রাফি, লায়ন রায়হানা জান্নাত, লায়ন মোরশেদুল আলম আরিফ, লায়ন ইফতেখার আলী জুয়েল, লায়ন জারিন তাসনিম মাইশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










