দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৩৭৬ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩১৩ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬২ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল। মৃত্যু হয়েছিল ২৬ জনের। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। খবর বিডিনিউজের।
গত এক দিনে সারা দেশে পৌনে ২৯ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৬৯ শতাংশ ছিল। দেশে সাড়ে ছয় মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার মঙ্গলবার ৫ শতাংশের নিচে নেমে আসে।
গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৯৪৮ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। যে ৩৬ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৮ অর্ধেকই ছিলেন ঢাকা বিভাগের। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ৪২৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে উঠলেন।