চট্টগ্রামে আরো ৪৮ জন শনাক্ত, মৃত্যু ১

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৫৫ টি নমুনা পরীক্ষায় আরো ৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে আক্রান্তের হার ছিল ২ দশমিক ৭৯ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ২৮ জন এবং উপজেলার ২০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ১ লাখ ১ হাজার ৪৩৬ জনে দাঁড়ালো। এরমধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৪৮৫ জন ও উপজেলার ২৭ হাজার ৯৫১ জন। উপজেলা পর্যায়ে গত ২৪ ঘন্টায় শনাক্ত ২০ জনের মধ্যে সীতাকুণ্ডে ৭ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, পটিয়ায় ২ জন এবং রাউজান, ফটিকছড়ি, মিরসরাই, সাতকানিয়া ও বাঁশখালীতে ১ জন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হযেছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৮৪ জন হয়েছে। এরমধ্যে নগরীর ৭০৮ জন ও উপজেলার ৫৭৬ জন। এ সময়ে সুস্থ হয়ে ওঠেছেন ৪৫ জন। এ পর্যন্ত জেলায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ হাজার ৩৪৭ জনে। এদের মধ্যে ১০ হাজার ৪৭৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন ও ৭৫ হাজার ৮৭৩ জন বাসায় চিকিৎসা নিয়েছেন। একই সময় কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন করে যুক্ত হয়েছেন ১২০ জন এবং ছাড়পত্র নেন ৪৮ জন। বর্তমানে ১ হাজার ৪৬৫ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বুধবার এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে রোগী কমেছে বেড়েছে মৃত্যু
পরবর্তী নিবন্ধউখিয়ায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত