চট্টগ্রামের সাইলো জেটি সংলগ্ন রেললাইনের ফিশ প্লেট চোরকে ধরে রেল ইঞ্জিনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর সদস্যরা।
এ সময় চুরির ঘটনায় মো. শাহবাজ (২৮) নামে এক যুবককে আটক করেন তারা।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গ্রেফতার এই যুবককে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বাংলানিউজ
এর আগে গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের সাইলো জেটি সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, রাত ১১টার দিকে একটি ইঞ্জিন ওই লাইনে দিয়ে সাইলো জেটিতে প্রবেশের কথা ছিল। লাইনের ফিশ প্লেট খুলে ফেলার খবরে স্থানীয় বাসিন্দা ও আরএনবি’র তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ইঞ্জিনটি।
আরএনবি’র চীফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বলেন, “সোমবার রাত ১১টায় সাইলো জেটি সংলগ্ন রেললাইনে আরএনবি’র সদস্যরা ডিউটিতে ছিল। তখন চুরির বিষয়টি দেখতে পেয়ে চোরকে ধাওয়া করেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ধরতে সক্ষম হন।”
তিনি আরও বলেন, “রেললাইনের এক প্রান্ত শেষ, সেখান থেকে অন্য লাইনের শুরু। দুই লাইনের সংযোগ রক্ষায় ব্যবহৃত ধাতবের নাম ফিশ প্লেট। এ সময় এ লাইন দিয়ে একটি ইঞ্জিন যাওয়ার কথা ছিল।”