অল্পের জন্য রক্ষা পেলেন সাড়ে ৬ শতাধিক যাত্রী

মুখোমুখি দুই ট্রেন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় একই লাইনে ঢুকে পড়ে দুটি ট্রেন। এতে অল্পের জন্য রক্ষা পেলেন কর্ণফুলী এক্সপ্রেসের সাড়ে ৬ শতাধিক যাত্রী। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে দুটি ট্রেনের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, দুপুরে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২০ মিনিট দেরিতে কুমিল্লা স্টেশনে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসছিল চট্টগ্রামমুখী ম্যাক্সের পাথর বোঝাই একটি ট্রেন। মাত্র ১২০ গজ দূরত্বে দুই ট্রেনের চালক রেল থামিয়ে ফেলেন। এ সময় দুর্ঘটনার আশঙ্কায় কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। তবে তাদের কেউ আহত হননি। এ সময় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।
এদিকে এ ঘটনায় কর্ণফুলী ট্রেনের স্টাফরা স্টেশন মাস্টারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন। আর ম্যাক্সের স্টাফরা অভিযোগ তুলেছেন কর্ণফুলী ট্রেনের চালকের বিরুদ্ধে।
কুমিল্লা স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া বলেন, এটা ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফিশ প্লেট চোরকে ধরে ইঞ্জিনকে দুর্ঘটনা থেকে রক্ষা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা