দেশে মৃত্যু ও রোগী দুটোই বেড়েছে

| সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৩৮৩ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ২২৫ জনের। খবর বিডিনিউজের।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯০ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, যা ১৬ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এক দিনে মৃত্যু হয়েছিল ৩৫ জনের। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা দুটোই বেড়েছে।
গত এক দিনে সারা দেশে সাড়ে ২৪ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ, যা আগের দিন ৬ দশমিক ০৫ শতাংশ ছিল। যে ৪৩ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৯ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২ হাজার ৮৮৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৪ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
এদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৬ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। শনাক্ত হয়েছে ২২ কোটি ৮২ লাখের বেশি রোগী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কমেছে সংক্রমণ, মৃত্যু দুজনের
পরবর্তী নিবন্ধঅটোমেশন সিস্টেমেই যত দুর্ভোগ