কাপ্তাই থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল আলোকিত হচ্ছে দীর্ঘ ৫৮ বছর ধরে। কিন্তু কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র হতে মাত্র ১০ কিলোমিটার দূরে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ এলাকার মারমা পাড়ায় দীর্ঘ ৫৮ বছর ধরে কোন বিদ্যুতের আলো ছিল না। অবশেষে গতকাল শনিবার বিদ্যুতের আলোয় পুরো মারমা পাড়া আলোকিত হয়েছে। রাঙ্গামাটি ২৯৯ আসনের সাংসদ দীপংকর তালুকদার আনুষ্ঠানিকভাবে মারমা পাড়ায় এই বৈদ্যুতিক সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ এখন উন্নয়নের ছোঁয়ায়। পার্বত্য চট্টগ্রামও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হবেনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল লতিফসহ স্থানীয় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।