বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পালন

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে আয়োজিত বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে গতকাল শনিবার জেলা রেড ক্রিসেন্টের মাঠ প্রাঙ্গনে আলোচনা ও যুব সদস্যদের জন্য প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিবসের ‘ফার্স্ট এইড এন্ড রোড সেইফটি’ প্রতিপাদ্য বিষয়ে আলোচনার প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মো. আনোয়ার আজম, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, কাজী তৌফিকুল আজম। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ।ওরিয়েন্টেশনে বিভিন্ন সেশন পরিচালনা করেন সৌমিত্র চৌধুরী ও মোহিত দেবনাথ। প্রধান অতিথি বলেন, প্রাথমিক চিকিৎসা সর্ম্পকে জ্ঞান অর্জন করে সকলকে প্রশিক্ষিত যুব সদস্য হিসেবে গড়ে উঠতে হবে। মানবতার সেবার ব্রত নিয়ে সকলকে মানবিক মানুষ হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগীশ্বরী সঙ্গীতালয়ে উচ্চাঙ্গ সঙ্গীত আসর
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ের মারমা পাড়া ৫৮ বছর পর বিদ্যুতের আলো