৭৮৬

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। কাজেই, যাদের মুখ কালো হয়েছে, ‘তোমরা কি ঈমান এনে কাফির হয়েছো? সুতরাং এখন আযাবের স্বাদ গ্রহণ করো স্বীয় কুফরের বিনিময় স্বরূপ।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:১০৬) সূরা আ-ল-ই ‘ইমরান’।

তোমাদের মধ্যে যাহারা বিনয়ী, ভদ্র নম্র ও অমায়িক, তাহারাই আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়।
– আল-হাদিস (বোখারী)।

স্বল্পভাষী মানুষই সর্বোত্তম।
– শেক্সপিয়ার।

পূর্ববর্তী নিবন্ধবড়শি ছাড়াতে সাগরে নেমে ভেসে গেল যুবক
পরবর্তী নিবন্ধটিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ বাড়িয়ে দেওয়া দরকার