পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমানের কর্মময় জীবন ও সফলতা নিয়ে ‘পঞ্চাশের প্রকৃতজন’ শিরোনামে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল-২৪। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৩য় দিন ২৩ জুলাই সকাল ১০.৩০মি, দুপুর ৩.৩০মি ও রাত ৯.৩০ মিনিটে। প্রেস বিজ্ঞপ্তি।












