হে ঈমানদাররা ! যদি তোমরা কিছু সংখ্যক কিতাবীর কথা মতো চলো, তবে তারা তোমাদের ঈমানের পর তোমাদেরকে কাফির করে ছাড়বে।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:১০০) সূরা আ-ল-ই ‘ইমরান’।
যে ব্যক্তি পেটের পীড়ায় মৃত্যুমুখে পতিত হইয়াছে, তাহার গোর আজাব হইবে না।
– আল-হাদিস (তিরমিজী, আহমাদ)।
কর্মজীবী মানুষের গৃহে ক্ষুধা উঁকি মারে কিন্তু ঢুকতে সাহস পায় না।
– বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।