বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, দেশে প্রতি বছর প্রায় ৬ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন এবং তার মধ্যে মৃত্যুবরণ করেন ৬ হাজার। আবার বিষধর সাপ দংশনের পর বেঁচে যাওয়া অনেকে বিভিন্ন ধরনের পঙ্গুত্ব ও মানসিক সমস্যায় ভুগেন। গ্রামাঞ্চলে নানান কারণে সাপের প্রকোপ বিদ্যমান। দেশের বিভিন্ন স্থানসহ গ্রামাঞ্চলে ব্যাপকভাবে সাপে কামড়ানোর ঘটনা ঘটলেও তার উপযুক্ত চিকিৎসা এখনও গ্রামে পৌঁছায়নি। গ্রামে সাপে কামড়ালে যথাযথ চিকিৎসার জন্য আসতে হয় সদরে। যার ফলে একদিকে উপযুক্ত চিকিৎসার সময় বিলম্বে রোগীর পরিবার আতঙ্কিত থাকে, হঠাৎ যানবাহন না পাওয়ার সম্ভবনাসহ নানান সমস্যায় ভোগে, অন্যদিকে রোগীর অবস্থা অবনতির দিকে যায়। সবমিলিয়ে এ মুহূর্তে দেশের সব ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে সাপে কামড়ালে তার মেডিসিন ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, সিভিল সার্জনসহ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এম. নাজমুল হক চৌধুরী, শিক্ষার্থী,
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।