৭৮৬

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

কোন মানুষের এ অধিকার নেই যে, আল্লাহ তাকে কিতাব, হুকুম এবং পয়গাম্বরী প্রদান করবেন অতঃপর সে মানুষকে বলবে ‘আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও!

– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৭৯) সূরা আ-ল-ই ‘ইমরান’।

যে ব্যক্তি জুমার দিবসে মৃত্যু মুখে পতিত হয় তাহার জন্য শহীদের ফল লিখিত হইবে এবং সে কবরের আযাব হইতে নিষ্কৃতি পাইবে।

– আল-হাদিস (হোমায়েদ)।

চরিত্রকে সহজ করার চেয়ে সংশোধন করা কষ্টকর।

– স্যামুয়েল স্মাইল।

পূর্ববর্তী নিবন্ধজীবন জীবিকার জলধারা বাঁকখালী
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অগ্রগতি আশাব্যঞ্জক