দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উইম্যান চেম্বারের সাবেক পরিচালক শামীমা হারুন লুবনা বলেন, বৈশ্বিক মহামারির কারণে আজও ব্যাপকভাবে জীবন-জীবিকা বিপর্যস্ত। এ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী নানা পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে ২০২১-২০২২ অর্থবছরে বর্তমান সরকার রেকর্ড পরিমাণ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার যে বাজেট পেশ করেছে তা সত্যি জনকল্যাণমুখী, জীবন, জীবিকা বাচানো তাগিদ ও অর্থনীতি পুনরুদ্ধারসহ চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরো বেগবান করতে সহায়ক বাজেট। বর্তমান নারী উন্নয়ন, নারী উদ্যোক্তাদের সহায়তা যে পদক্ষেপ হাতে নেয়া হয়েছে তাও অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা ৫০ লক্ষ টাকা থেকে ৭০ লক্ষ টাকার করার প্রস্তাব একটি সময়োপযোগী। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতির জন্য ০.০৯৮% বাজেটকে আরো বৃদ্ধি করতে হবে। একই সাথে করোনা মোকাবেলায় সম্মুখসারীর ফ্রন্টলাইনার নারী ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, নারী উন্নয়ন কর্মীদের বিশেষ প্রণোদনার আওতায় দাবি জানাই। প্রস্তাবিত নারী উদ্যোক্তাদের করমুক্ত ঋণ, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতকরণ, নারীশিক্ষা, নেতৃত্ব ও পেশাগত উন্নয়নে সরকারের চলমান গৃহীত পদক্ষেপগুলো প্রশংসার দাবি রাখে। এটি জনহিতকর, জীবিকা ও অর্থনীতির চাকা সচল রাখার এবং জনবান্ধব বাজেট। প্রেস বিজ্ঞপ্তি।