বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখিয়ে দেশে ভোজ্যতেলের দাম লিটারে এক লাফে ১২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। গতকার বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুচরায় বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৫৩ টাকায় বিক্রির ঘোষণা দেয়। খবর বিডিনিউজের।
নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২৯ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকা, পাম সুপার তেল ১১২ টাকা এবং ৫ লিটার সয়াবিন তেলের বোতল ৭২৮ টাকায় বিক্রি হবে। এর আগে রোজার মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ১৪৪ টাকা করার ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে মে মাসের শুরুতে আগের চেয়ে লিটারে দুই টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের দাম সর্বোচ্চ ১৪১ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে তা মেনেও নিয়েছিলেন ব্যবসায়ীরা। এ হিসাবে প্রতিলিটার সয়াবিন তেলের দাম বাড়ছে ১২ টাকা। সামপ্রতিক সময়ে একবারে এতটা দাম বাড়ানোর নজির নেই। চলিত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। অচিরেই একটি সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছিলেন বাণিজ্য সচিব। এরমধ্যেই গতকাল বিজ্ঞপ্তি দিয়ে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হল উৎপাদক ও পরিশোধনকারী উদ্যোক্তাদের সংগঠনের পক্ষ থেকে।
গত ১৭ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিন খুচরায় ১৩৫ টাকা দাম নির্ধারণের পর ১৫ মার্চ আরেক দফায় চার টাকা দাম বাড়ানো হয়েছিল। এর বাইরেও ধাপে ধাপে খোলা বাজারে তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা বলে পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান। মাঝে এপ্রিল মাসে একবার এবং মে মাসে আরেক দফায় বেড়েছিল ভোজ্যতেলের দাম। দাম নিয়ন্ত্রণে রাখতে এবং রমজান মাসে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে গত ১০ এপ্রিল সয়াবিন ও পাম তেল আমদানিতে ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করে এনবিআর।