দেশে আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১৩৫৪ জন

| সোমবার , ২৪ মে, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৩৫৪ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন হয়েছে। করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩৭৬ জন। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৮৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮৬টি ল্যাবে ১৫ হাজার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬১২টি নমুনা। গতকাল নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন তাদের ২০ জন পুরুষ আর নারী ৮ জন। তাদের ২৪ জন সরকারি হাসপাতালে, ৩ জন বেসরকারি হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা যান। মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন বরিশাল বিভাগের, ৫ জন সিলেট বিভাগের, ২ জন রংপুর বিভাগের এবং ১ ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নৈশ প্রহরীর বাড়িতে হামলা, আহত ২
পরবর্তী নিবন্ধনগরীতে আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষ, আটক ৮