রাঙ্গুনিয়ায় নৈশ প্রহরীর বাড়িতে হামলা, আহত ২

চাঁদা না দেওয়ার জের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ মে, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের চিরিঙ্গা ফরেস্ট অফিসে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ওয়াকিল আহমেদের (৫৫) বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে সরফভাটা মীরেরখীল এলাকার সংঘবদ্ধ সন্ত্রাসী দল এই হামলা চালিয়েছে বলে দাবি তার পরিবারের। হামলায় গুরুতর আহত হয়েছেন ওয়াকিল ও তাঁর স্ত্রী সামসুর নাহার (৫০)। দু’জনকে এলোপাথাড়ি কুপিয়ে যখম করে চলে যাওয়ার সময় ঘরে জমি ক্রয়ের উদ্দেশ্যে রাখা নগদ ১ লাখ ২২ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি স্মার্ট মুঠোফোন লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিরিঙ্গা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় গত শনিবার রাতে রাঙ্গুনিয়া থানায় জামালসহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আহত ওয়াকিল আহমেদের মেয়ে কাউছার আক্তার।
মামলার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মো. মাহবুব মিল্কী বলেন, জামাল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে। সন্ত্রাসী জামালসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী টোল প্লাজা থেকে ১১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদেশে আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১৩৫৪ জন